পাথরঘাটায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ধরা পড়ে বললেন ‘শয়তানের ধোঁকা’

জুন ২১ ২০২৩, ১২:২৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় পাঁচ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইজিবাইকচালক জয়নাল ফকিরের (৪৭) বিরুদ্ধে। এ ঘটনায় জয়নালকে আটক করে থানা-পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।

ধরা পড়ার পর থানায় সোপর্দ করার আগে জয়নাল ফকির দোষ স্বীকার করে জানান, শয়তানের ধোঁকায় এমনটি ঘটিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জয়নাল ফকির একই ইউনিয়নের কালিবাড়ি এলাকার মৃত রোমেজ উদ্দিন ফকিরের ছেলে। এ ঘটনায় পাথরঘাটা থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছে ভুক্তভোগীর মা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে বাড়ির সামনে থেকে খাবারের প্রলোভন দেখিয়ে অটোরিকশায় করে মনি মণ্ডলের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে।

এ সময় মণ্ডল বাড়ির লোকজন দেখতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে অভিভাবকের কাছে দেয়। আর জয়নালকে ধরে মারধর মাথার চুল কেটে দিয়ে পুলিশকে খবর দেয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার জানান, বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টার করলে স্থানীয়রা টের পায়।

পরে শিশুটিকে উদ্ধার করা অভিযুক্ত জয়নালকে আটকে রাখে স্থানীয়রা। পরে রাত আটটার দিকে থানা-পুলিশ গিয়ে জয়নালকে আটক করে। তার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও