মঠবাড়িয়ায় নাদিম হত্যাকারীদের ফাসিঁর দাবীতে সাংবাদিকদের মানববন্ধন
মজিবর রহমান,মঠবাড়িয়া প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ৭১ টিভি ও মানবজমিন পএিকার উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাসিঁর দাবীতে মঠবাড়িয়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জুন) সকালে পৌর সভার সন্মূখ সড়কে উপজেলা প্রেস ক্লাব,রিপোর্টার্স ক্লাব,সাংবাদিক সমিতি,রিপোর্টার্স ইউনিটি,সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে গণমাধ্যম কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোক,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধিগন অংশ নেয়।
মানববন্ধন শেষে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির এর সভাপতিত্বে ও সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জুলফিকার আমীন সোহেলের সঞ্চালনায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন,পৌর প্রশাসক ও উপজেলা আঃলীগের সহ- সভাপতি আরিফ উল হক, সাবেক ছাএ ও যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ,পৌর আঃলীগের সহ- সভাপতি ও সাবেক পৌর কমিশনার হেমায়েত উদ্দিন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান,সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন,উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল আকন,সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট,সাংবাদিক সমিতির সাধারণ সম্দাদক সাকিল আহমেদ,রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান নোমান, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংবাদিক রুম্মন হাওলাদার, ৭১’ টিভির উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।
বক্তারা নাদিম হত্যায় অংশগ্রহণকারী এজাহার নামীয় বাকী আসামীদেরকে দ্রুত গ্রেপ্তার করে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জসীট শেষে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।