কাউখালীতে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি
মে ৩০ ২০২৩, ২০:৩১
পিরোজপুরে প্রতিনিধি : পিরোজপুরে কাউখালীতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে, কাউখালী সদরের সিনেমা রোডের প্রবাসী জহিরুল হক তালুকদারের ভাড়াটিয়া বাসায় মঙ্গলবার দিনে চুরি হয়েছে।
ভাড়াটিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরুণ মজুমদারের বাসার তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা চুরি হয়ে গেছে,
একই বিল্ডিং এর প্রবাসী আনোয়ার হোসেনের বাসা তালা ভেঙ্গে চোর চক্র ওই ঘর থেকে স্বর্ণের তৈরি দুইটি হাতের রুলি, কানের বালা দুইটি, হাতের আংটি তিনটি ও একটি গলার চেইন চুরি হয়ে গেছে।
প্রবাসী আনোয়ার হোসেন স্ত্রী খাদিজা বেগম জানান, ওই সময় তারা ঘরে ছিল না। তার ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিল। উপসহকারী কৃষি কর্মকর্তা গৌতম বরণ জানান,
যখন তার ঘরে চুরি হয় তখন সে বাসায় ছিল না। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান চুরির ঘটনা শুনেছি বিষয়টি তদন্ত করে দেখছি।









































