বরগুনায় জাটকা সংরক্ষণ অভিযান: ১৫ লাখ টাকার জালে আগুন, জরিমানা
মে ২৬ ২০২৩, ১৬:৫২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা সদর উপজেলায় অভিযান চালিয়ে মাছ ধরার ১০টি অবৈধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জেলেকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (২৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার নলী বাজার সংলগ্ন বিষখালী নদীতে জাটকা সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূর। এ সময় ১৫ লাখ টাকার জাল জব্দ করা হয়। এছাড়া দুই জেলেকে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা। অবৈধ জালগুলোকে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।









































