বরগুনা/ বিষখালী নদী থেকে জব্দের পর পোড়ানো হলো ২৬ নিষিদ্ধ জাল

মে ২২ ২০২৩, ১৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার বিষখালী নদী থেকে মাছ ধরার ২৬টি নিষিদ্ধ জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত বিষখালী নদীর লতাবাড়িয়া ও তার আশপাশের বিভিন্ন পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ফয়সাল আল নূর বলেন, জেলা প্রশাসক হাবিবুর রহমানের নির্দেশে ও জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের সহযোগিতায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাতানো দাবিদারহীন ছোট ৫টি ড্রাম, ১০টি দীর্ঘ আকৃতির কারেন্ট জাল ও নিষিদ্ধ ১৬টি বেহুন্দি ভাসান জাল জব্দ করা হয়।

যার অনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও