পাথরঘাটায় হরিণ শিকারের ফাঁদ উদ্ধার, আটক ১
মে ১১ ২০২৩, ১১:৩৮
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় পাথরঘাটা পর্যটন কেন্দ্র হরিনঘাটা ইকোপার্কের ভেতর থেকে হরিণ ধরার এক বস্তা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় মনির হোসেন (৩৩) নামে একজনকে আটক করা হয়। আজ বুধবার হরিনঘাটা থেকে তাকে আটক করা হয়।
হরিনঘাটা বিটের বিট কর্মকর্তা মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। হরিনঘাটার বিট কর্মকর্তা আল আমিন বলেন, ‘হরিনঘাটা বনে হরিণ ধরার জন্য ফাঁদ পেতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
দুপুরের দিকে হরিনঘাটা বনে গিয়ে এক বস্তা ফাঁদসহ এক ব্যক্তিকে আটক করা হয়।’ তিনি আরও বলেন, ‘আটক মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’









































