তালতলীতে বাল্যবিবাহের দায়ে ঘটক ও কনের বাবাসহ তিনজনের কারাদণ্ড

এপ্রিল ২৬ ২০২৩, ১৫:৫৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের বাবা, ছেলের ভাই ও ঘটককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় গ্রাম্য ইমামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার (২৫ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী হাকিম সিফাত আনোয়ার তুমপা উপজেলার তাঁতীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। দণ্ডিতরা হলেন কনের বাবা সরোয়ার খান (৩৫), ঘটক সেন্টু মৃধা (৫০) ও বরের ভাই ছাব্বির হোসেন (৩০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার তাঁতীপাড়া এলাকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিজাম নাজিরের ছেলে রাব্বির (২২) বিয়ের আয়োজন চলছিল ঘটক সেন্টু মৃধার বাড়িতে।

বাল্যবিবাহের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরসহ বিয়ের আয়োজকেরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ কনের বাবা, বরের ভাই ও ঘটককে আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিফাত আনোয়ার তুমপা ঘটক সেন্টুকে এক মাস, কনের বাবা সরোয়ার খান ও ছেলের ভাই ছাব্বিরকে সাত দিন করে কারাদণ্ডের আদেশ দেন। সেই সঙ্গে হরিণখোলা দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কাশেমকে বিয়ে পড়ানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে গতকালই রাত ১০টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় বাল্যবিবাহের আয়োজন চলাকালে অভিযান চালানো হয়। এ সময় কনের বাবা সিদ্দিক হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।’

এ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ‘গোপন সংবাদ পাই বাল্যবিয়ের আয়োজন হচ্ছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও