শেষ মুহূর্তেও ক্রেতাশূন্য পাথরঘাটার ঈদ বাজার

এপ্রিল ১৯ ২০২৩, ১৬:৩০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আর মাত্র কদিন পরেই ঈদ। কিন্তু ক্রেতার দেখা নেই বরগুনার উপকূলীয় উপজেলা পাথরঘাটার মার্কেটগুলোতে।

ক্রেতাশূন্য মার্কেটে হতাশায় দিন গুনছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন গেলো কয়েক বছরের তুলনায় এবারে বিক্রি অনেকটাই কম। এদিকে ক্রেতাদের দাবি, এবার সব পণ্যের দাম বাড়তি। কেনার উপায় নেই।

ঈদ বাজার ঘুরে দেখা গেছে, বস্ত্রবিতানে তেমন সরগরম নেই। ফলে বসে থেকে অলস সময় পার করছেন বিক্রেতারা।তাদের মুখে নেই তেমন হাসি। প্রতি বছরে ঈদের বাজার কমবেশি জমলেও এ বছর এখনো জমে ওঠেনি।

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাগরে মাছ না পাওয়া এবং কৃষি ক্ষেত থেকে বর্তমান মুখডাল না ওঠায় হাতে টাকা না থাকায় ঈদ বাজার মন্দা যাচ্ছে।

দুদিন আগে সাগর থেকে মাছ শিকার করে ফিরে আসা মাঝি জাকির হোসেন বলেন, ১০ দিন‌ সাগরে মাছ শিকার করে দুদিন আগে কূলে এসেছি। কিন্তু তেমন মাছ পাওয়া যায়নি।

বাজার সদায়ের টাকাই ওঠেনি, ভাগে তো টাকা পাইনি। এবার আর পোলা-মাইয়াগো ঈদের কাপড় দেতে পারমু না। ঈদের নাস্তা কিনতে পারমু কিনা চিন্তায় আছি।

কাপড় ব্যবসায়ী অমল দেবনাথ বলেন, গত বছর এমন সময় অনেক বেচা-বিক্রি হয়েছিলো। এখন তো কোনো বেচা-বিক্রিই নেই। তবে জেলেদের হাতে টাকা থাকলে বেচা-বিক্রি বেশি হতো।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও