বরগুনায় আ.লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, বিএনপি নেতা গ্রেপ্তার
এপ্রিল ১৭ ২০২৩, ১৯:২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলার আসামি উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে উপজেলার সদর রোডের বাসায় অভিযান চালিয়ে শহিদুল হককে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯ এপ্রিল রাতে তালতলী থানায় হামলাকারীদের বিরুদ্ধে মাসুম মোল্লা নামের এক ব্যক্তি মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, ৮ এপ্রিল বিকেলে মালিপাড়া এলাকায় পাশাপাশি স্থানে আওয়ামী লীগসহ তাদের সহযোগী সংগঠনের শান্তি সমাবেশ ও বিএনপির গণ-অবস্থান চলাকালে দুই গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার একপর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দারের পায়রা ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান নেন। এ সময় হামলাকারীরা ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে প্রথমে সিসিটিভি ভেঙে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারী মাসুম মোল্লা বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন।
এই মামলায় ২ নম্বর আসামি করা হয় উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হককে। মামলার আট দিন পর তালতলী থানা-পুলিশ উপজেলা বিএনপির আহ্বায়কের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত শহিদুল হকের ছেলে নাঈম হকের দাবি, ‘রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা দিয়ে আমার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, উপজেলা চেয়ারম্যানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে।









































