বরগুনায় ৫ দোকানিকে জরিমানা

এপ্রিল ১৬ ২০২৩, ১৩:৩৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা পৌরশহরে পাঁচ দোকানির ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন বরগুনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।

ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা যায়, রমজান ঘিরে বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও বিভিন্ন অনিয়ম করেন। এমন অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বরগুনা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস  বলেন, রমজান মাসকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম বন্ধ করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও