মেসির গায়ে পেলের টি শার্ট
জানুয়ারি ১২ ২০২৩, ১২:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অ্যাঁজার্সের বিপক্ষে লিগ ওয়ান ম্যাচে মাঠে নামার আগে পেলেকে স্মরণ করলো পিএসজি খেলোয়াড়রা।
বুধবার (১১ জানুয়ারি) রাতে ম্যাচ শুরুর আগে গা গরমের (ওয়ার্ম-আপ) সময় পেলের জার্সি পরিধান করে পিএসজি খেলোয়াড়রা।
বিশ্বকাপের বিরতি কাটিয়ে দীর্ঘদিন পর পিএসজিতে ফিরেছেন মেসি। মাঝে লিগ কাপের ম্যাচে না খেললেও বুধবার লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
তবে ম্যাচের আগে সবার নজরে পরে পিএসজি খেলোয়াড়দের ওয়ার্ম-আপ জার্সির দিকে। পেলের ছবি আঁকা সাদা টি-শার্ট পরে দর্শকদের সামনে ওয়ার্ম-আপ করেন মেসি-নেইমার-দোনারুম্মারা।
২৯ ডিসেম্বর ২০২২ সালে না ফেরার দেশের পাড়ি জমান ফুটবল কিংবদন্তি পেলে। তার মৃত্যুর পর নানান দেশ নানান ভাবে তাকে সম্মান দেখিয়েছে।
উয়েফার প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেছেন, সকল দেশ যেন পেলের নামে একটি করে স্টেডিয়ামের নামকরণ করে। তার ঘোষণায় ইতোমধ্যে সাড়াও দিয়েছে বেশ কিছু দেশ।
আ/ মাহাদী









































