আগুনে পুড়ে ছাই ১২ বসতঘর

জানুয়ারি ১২ ২০২৩, ১২:০৩

অনলাইন ডেস্ক :: সোনাইমুড়ী উপজেলায় ৯নং দেওটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের পালপাড়া গ্রামে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১২টি বসতঘর।

বুধবার (১২ জানুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে ওই গ্রামের মোল্লাবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মোল্লা বাড়িতে বেশ কয়েকটি পরিবার যৌথভাবে বসবাস করে। বুধবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ১১টি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি- আগুনে তাদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মিনহাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও