ঘন কুয়াশায় নৌযানকে সাবধানে চলার পরামর্শ
জানুয়ারি ০৮ ২০২৩, ১৩:০৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা অনেকটাই কমে এসেছে।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার ভোর ৫টা থেকে পরবর্তী ৫-৬ ঘণ্টা পর্যন্ত দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৩০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়েও কম হতে পারে। তাই এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়।
উল্লেখ্য, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ রবিবার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, মধ্যরাত (শনিবার) থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথায় কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।









































