হার্নান্দেজের গোলে এগিয়ে গেল ফ্রান্স
ডিসেম্বর ১৫ ২০২২, ০১:৫৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আল খোরের আল বায়াত স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো।
ম্যাচের ৫ মিনিটে হার্নান্দেজের গোলে এগিয়ে ফ্রান্স। ডান দিকে ভারানে বল দেন গ্রিজম্যানকে। ডি বক্সে থাকা এমবাপ্পের দিকে বল বাড়িয়ে দেন গ্রিজম্যান।
এমবাপ্পে শট নিলেও মরক্কোর ডিফেন্সের বাধায় ফিরে আসে। তবে লাভ হয়নি, বাঁ দিকে থাকা হার্নান্দেজ দারুণ শটে বল জড়িয়ে দেন জালে। কিছুই করার ছিল না মরক্কোর গোলরক্ষক বুনোর।
জিততে পারলে ৬০ বছরের ইতিহাসে প্রথম ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে খেলবে ফ্রান্স। আর এরই মধ্যে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো জিতলে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নিজেদের নাম লিখবে।
আ/ মাহাদী









































