বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের পদত্যাগ

মে ১৩ ২০২৫, ২০:১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রশাসনিক পদ থেকে চার শিক্ষক পদত্যাগ করেছেন। উপাচার্য বিরোধী ছাত্র-শিক্ষক আন্দোলনের মধ্যে মঙ্গলবার তারা অতিরিক্ত দায়িত্ব থেকে উপাচার্যের কাছে পদত্যাগ করেন।তারা প্রত্যেকেই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। প্রত্যেকের পদত্যাগপত্র রক্ষিত আছে। এর আগেও আরো ৭ শিক্ষক তাদের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।

তারা হলেন সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গেস্ট হাউসের পরিচালক এবং শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা।

শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রহমান। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল চৌধুরী।এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে শিক্ষকরা নিজেদের নিরাপদে রাখতে চাইছেন। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন। তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় বহন করে। কারণ অনাকাঙ্ক্ষিত পরিবেশে দায়িত্ব পালন করাটাই শিক্ষকদের নৈতিকতা হওয়া উচিত।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও