বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার

ডিসেম্বর ৩০ ২০২৪, ১৮:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হত্যা মামলায় বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদরের সাবেক উপজেলা সাইদুর রহমান রিন্টুকে (৬০) গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (৩০ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রিন্টুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, গত ১৯ জুলাই বিকাল সাড়ে তিনটার দিকে বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অস্ত্রশস্ত্র ও মারাত্মক আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জি ব্লকের ৫ নম্বর রোডে ৫৬ নম্বর বাড়ির সিড়িঁতে গুলিবিদ্ধ হন মোছা. মায়া ইসলাম (৫১)। পরে ২০ জুলাই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ৩১ অক্টোবর খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা রিন্টুকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে রিন্টুকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও