নলছিটিতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ডিসেম্বর ২৮ ২০২৪, ১৩:০১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আবু হানিফ মৃধা নামে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এক কর্মকর্তা নিহত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বরিশাল-পটুয়াখালী মহাসড়কের চৌমাথার যাত্রাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আবু হানিফ মৃধা পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার মাছুয়াখালী এলাকার আমজাদ আলী মৃধার ছেলে ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক। এছাড়া তিনি পটুয়াখালী জেলা রোভার এর সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পটুয়াখালী থেকে বরিশালগামী মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোহাম্মদ আবু হানিফ মৃধা ঘটনাস্থলেই মারা যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও