প্রবাসী আয়ে ঝলক দেখাচ্ছে বাংলাদেশ

ডিসেম্বর ২২ ২০২৪, ১৯:৪৮

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন এক স্বামী। এমনকি ওই স্বামী নিজেই সেই বিয়ের আয়োজনও করেছেন। ভারতের বিহারের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিহারের সাহারসার এই নারী ১২ বছর আগে প্রেম করে বিয়ে করেন এক যুবককে। দীর্ঘ এক যুগ সংসার করার পর নতুন করে প্রেমে পড়েন এবং স্বামীর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তিন সন্তানের এই জননী। তাঁর এই প্রেমিকও দুই সন্তানের বাবা।

এই নারীর স্বামী কেবল তাঁর নতুন সম্পর্ককে মেনে নিয়েছেন তা-ই নয়, তাঁদের বিয়ের আয়োজনও করেছেন। আর সমস্ত ঘটনাটি একটি ভিডিওতে ধারণ করা হয়, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পরে শেয়ার করা হয়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ওই নারীর প্রেমিক তাঁর কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন, যা তাদের বিয়ের প্রতীক। এ সময় নারীর সাবেক স্বামীও সেখানে উপস্থিত ছিলেন এবং তাকে বলতে শোনা যায় যে, ‘ভবিষ্যতে কোনো সমস্যা হলে সেটা নতুন দম্পতির দায়িত্ব, তাঁর নয়’।

অস্বাভাবিক এই ঘটনাটি অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ প্রথম স্বামীর পরিপক্কতার প্রশংসা করেছেন। আবার কেউ সমসাময়িক সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্নও তুলেছেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও