ঝালকাঠিতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

ডিসেম্বর ১৫ ২০২৪, ১৭:১৬

জেলা প্রতিনিধি,ঝালকাঠি।। ঝালকাঠির রাজাপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সোলাইমান হোসেন (১১) নামের এক শিশু নিহত হয়েছেন। রোববার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার এলাকায় রাজাপুর-ভান্ডারীয়া মহাসড়কে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. ইসমাইল হোসেন।নিহত শিশু সোলাইমান ইন্দোপাশা এলাকার মুদি দোকানি জসিম উদ্দিনের ছেলে।

নিহতের বোন জামাই হৃদয় হাওলাদার জানান,রাস্তা পারাপারের সময় ভান্ডারীয়াগামী একটি ইজিবাইক পিছন থেকে সোলাইমানকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ওসি বলেন,এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও