সাবেক সংসদ সদস্য শাহজাদার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা
আগস্ট ৩১ ২০২৪, ১৪:০৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনা-গলাচিপা আসনের সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদাসহ আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলায় আরও ২০-৩০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার বহরমপুর ইউনিয়নের খারিজা বেতাগী গ্রামের আশ্রাফ মৃধা মামলাটি করেন। মামলার বিবরণ থেকে জানা গেছে, গত বছরের ১২ ডিসেম্বর ঘরসহ দুটি মোটরবাইক ভাঙচুর করা হয়।
এ ঘটনায় দশমিনা থানায় করা মামলায় অভিযোগপত্র দাখিল করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ৯ এপ্রিল রাতে আসামিরা উপজেলার বহরমপুর ইসলামিয়া মাদ্রাসার পাশের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে এবং অপহরণ করে মুক্তিপণ দাবি করে। আশ্রাব বিবাদীদের সঙ্গে ৩৫ হাজার টাকায় মীমাংসা করেন।
ওই ঘটনা দেখিয়ে গত বৃহস্পতিবার আশ্রাব মৃধা বাদী হয়ে সাবেক এমপি এস এম শাহজাদাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলা করেন। আদালতের বিচারক আশিকুর রহমান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পুলিশ সুপারকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।
এ বিষয়ে জানতে চাইলে সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, ‘এমন ঘটনা আমি কখনো সমর্থন করিনি। হিংসাত্মক রাজনীতি আমার সময় দশমিনা-গলাচিপায় হয়নি। আমার জানা মতে, যারা ঘটনা ঘটিয়েছে তখনো দশমিনা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার অভিযোগপত্র দাখিল হয় এবং বাদী ৩৫ হাজার টাকার বিনিময়ে মীমাংসা করেন। শুনলাম বৃহস্পতিবার আমাকে প্রধান আসামি করে মামলা করেছে। এটা সাজানো ও উদ্দেশ্যমূলক। এর সঙ্গে আমার আর আমার বাবা ও অন্য আসামিদের কোনো সম্পৃক্ততা নেই।’









































