নিষ্প্রাণ কুয়াকাটা সমুদ্রসৈকত

আগস্ট ১৬ ২০২৪, ১৮:০১

পটুয়াখালী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও দেশব্যাপী চলমান অস্থিরতায় স্থবির হয়ে পড়েছে পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা। পর্যটকদের উপস্থিতি না থাকায় বেশিরভাগ হোটেল-মোটেলের কক্ষ খালি পড়ে আছে। ক্রেতা না থাকায় ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক খাবার হোটেল, ঝিনুক, শুঁটকি ও কাপড়ের দোকান। জীবন-জীবিকা নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সৈকতের ভাসমান দোকানসহ ফিশফ্রাই মার্কেটের দোকানিরা।

স্থানীয় কিছু পর্যটকদের উপস্থিতি থাকলেও গত এক মাসে দেখা নেই দেশের বিভিন্ন স্থানসহ বিদেশি কোনো পর্যটকের। ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ালেও পর্যটকদের ছবি তোলার সুযোগ হচ্ছে না বিচ ফটোগ্রাফারদের। বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণকাজে নিয়োজিত বাইক, ইজিবাইক ও ভ্যানচালকদের আয়ও বন্ধ হওয়ার উপক্রম। সুন্দরবনের পূর্বাংশে ভ্রমণের বোট, বিচ বাইকগুলো পর্যটক না থাকায় সারিবদ্ধ হয়ে পড়ে আছে সৈকতের পানিতে।

পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, এ সময়ে সৈকতে বেশ ঢেউ থাকে, উত্তাল থাকে। ফলে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকসহ বিদেশি পর্যটকদের উপস্থিতি থাকে বেশি। এরা দীর্ঘদিন ধরে অবস্থানও করে। এবার সে অবস্থা নেই। একেবারেই শুনসান।

ফ্রেন্ডস ফিশ ফ্রাইয়ের মালিক জুয়েল বলেন, ‘আজ ১৪ দিন ধরে দোকান বন্ধ। পরিবার-পরিজন নিয়ে বেশ কষ্টে আছি। সংসার এখন আর চলছে না।’

আবাসিক হোটেল ফ্রেন্ডস পার্কের ব্যবস্থাপক আল-আমিন বলেন, ‘কোনো গেস্ট নেই বললেই চলে। স্থানীয় যারা আসছেন, তারা কিছু সময় অবস্থান করে চলে যাচ্ছেন।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও