পটুয়াখালীতে মুখে লাল কাপড় বেঁধে আইনজীবী ফোরামের মানববন্ধন

আগস্ট ০১ ২০২৪, ১৯:১০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি এবং অবৈধভাবে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন করেছেন জাতীয়বাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ বৃহস্পতিবার সকালে পটুয়াখালী আইনজীবী সমিতির অ্যাডভোকেট শাহজাহান মিয়া ভবনের সামনে মুখে লাল কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন ফোরামের সদস্যসহ বিএনপিপন্থী আইনজীবীরা।

মানববন্ধনে বক্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারে গুলির তীব্র নিন্দা জানান। তা ছাড়া কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী, সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের নিঃশর্ত মুক্তির দাবির পাশাপাশি সরকারের পদত্যাগের দাবি জানান তাঁরা।

জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মো. মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ মো. সালাউদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ টি এম মোজাম্মেল হোসেন তপন, সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও