রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
আগস্ট ০১ ২০২৪, ১৩:৩২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাইদুজ্জামান মামুন। এছাড়াও রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, মেরিন অফিসার এস.এম শাহাদাত হোসেন, রাঙ্গাবালীতে কর্মরত সরকারী কর্মকর্তাবৃন্দ, বেসরকারী সংস্থা জাগোনারীর প্রদৃপ্ত প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ, সোস্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।









































