বিদ্যুতের লুকোচুরিতে জনজীবন বিপর্যস্ত

জুন ২৭ ২০২৪, ১৭:৩১

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পল্লী বিদ্যুতের লোডশেডিং অতিষ্ঠ হয়ে উঠেছে দুমকি উপজেলাবাসী। বিদ্যুতের লুকোচুরি খেলা আর প্রচণ্ড গরমে দিনের পর দিন মানুষের জীবন এখন বিপর্যস্ত। ফলে ভোগান্তিতে রয়েছেন উপজেলার সর্বস্তরের মানুষ।

সরজমিনে দেখা যায়,  একদিকে আষাঢ় মাসে বৃষ্টি  না থাকায় অন্যদিকে প্রচণ্ড গরমে এর মধ্যে  দীর্ঘদিন ধরে উপজেলায় চলছে পল্লী বিদ্যুতের ভেলকিবাজি। ফলে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। একদিকে বিদ্যুৎ থাকে না।

শুধু তাই নয়, রাত-দিন মিলিয়ে সমান তালে বিদ্যুতের লোডশেডিং যা ভোগান্তি পোহাতে হয় সবার। এ অবস্থায় সাধারণ গ্রাহকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

দুমকি স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, বিদ্যুৎ নিয়ে  যন্ত্রণায় রয়েছি। কয়েকদিন ধরে বিদ্যুৎ আসা-যাওয়া করছে। ভালোভাবে একঘণ্টাও বিদ্যুৎ থাকছে না।

স্থানীয় বাসিন্দা নুরুল হক বলেন, বিদ্যুৎ নিয়ে আমাদের সাথে লুকোচুরি চলছে। একবার বিদ্যুৎ আসে কিন্তু অল্প কিছু সময় থাকে আবার চলে যায়। আর আসে না।

পাঙ্গাশিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা শাহজাহান সিকদার বলেন, বিদ্যুতের ভেলকিবাজি ভালো লাগছে না। এ রকম হলে তো মোমবাতি ভালো ছিল।

পল্লী বিদ্যুৎ দুমকি সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মো: বাবুল হোসেন বলেন, আমার যতটুকু চাহিদা তা পাচ্ছি না। যেমন আমার উপজেলায়( বদরপুর উপকেন্দ্রে )১০ থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন সেখানে পাচ্ছি ৪/৫ মেগাওয়াট তাই বাধ্য হয়ে লোডশেডিং দেখাতে হচ্ছে।

এ থেকে পরিত্রাণের উপায় আছে কিনা এমন প্রশ্নের জবাবে বাবুল হোসেন বলেন, এটা জাতীয় সমস্যা এবং আশা করি এ সমস্যা বেশি দিন থাকবে না। অল্প সময়ের মধ্যে এটা সমাধান হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও