পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি

অক্টোবর ২৯ ২০২২, ১১:২৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র ‘শান্তি শৃঙ্খলা সর্বত্র’-এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টায় জেলা পুলিশের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন এবং পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শেষ হয়।এরপর শিল্পকলা একাডেমী মিলনায়তনে পুলিশ সুপার মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাউফল সদর সার্কেল শাহেদ আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ কামাল হোসেন।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি প্রফেসর আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এম এ হালিম।

আলোচনা সভা শেষে পটুয়াখালী সদর থানার এসআই মো. মাসুদ হাওলাদার এবং জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরকে সম্মামনা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আ/মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

এক্সক্লুসিভ আরও