প্রতিবন্ধী দিবসে বরিশালে র্যালী-সভা
ডিসেম্বর ০৩ ২০২৩, ১৯:১৩

নিজস্ব প্রতিবেদক ॥ ৩২ তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বরিশালে র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর (বর্ধিত) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা কারিতাসের এরিয়া ম্যানেজার আবু হানিফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়পাশা কড়াপুর উন্নয়ন কমিটির সভাপতি মো: কালাম চৌধুরী, ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, মাহিনুর বেগম, প্রতিবন্দী নারী ফোরামের সভাপতি বিপুল, সাংবাদিক জিয়া উদ্দিন বাবু, চ্যানেল আই এর সাংবাদিক সাঈদ পান্থ, ফিল্ড অফিসার মি. পল রায়, স্বেচ্ছাসেবক মো: জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানে ৬০ জন প্রতিবন্দী ও শতাধিক মানুষ অংশ নেয়। পরে প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।