মুখস্ত বিদ্যার কোনো ভবিষ্যৎ নেই: শিক্ষামন্ত্রী

মার্চ ০১ ২০২৩, ১৯:৫৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুখস্ত বিদ্যার অভ্যাস বাদ দেওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, ‘আমাদের বুঝে পড়তে হবে, যাতে পরে তা বাস্তবায়ন করতে পার।

মুখস্ত করলে এক সময় তা ভুলে যাবে। মুখস্ত বিদ্যার কোনো ভবিষ্যৎ নেই। তাই বুঝে-শুনে পড়তে হবে। তাহলেই দেশ ও জাতির উন্নয়নে সেই শিক্ষা কাজে লাগবে।’

বুধবার (১ মার্চ) রাজধানীর মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ মিলনায়তনে নবীন বরণ ও নতুন অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক দরকার। আর স্মার্ট নাগরিক গড়তে স্মার্ট শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য স্মার্ট নাগরিক গড়ে তুলতে আমরা (সরকার) সেই স্মার্ট শিক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

এ সময় সিদ্ধেশ্বরী কলেজে নবীনবরণ অনুষ্ঠান এবং আধুনিক ও দৃষ্টিনন্দন একটি অডিটোরিয়ামের নামফলক উন্মোচন করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা পড়াশোনা করব, সৃজনশীল কাজে অংশগ্রহণ করব। তবেই আমরা সঠিক ও সুন্দর মানুষ হিসেবে বেড়ে উঠব। আগামী প্রজন্মকে সুন্দরভাবে পরিচালিত করতে স্মার্ট শিক্ষা প্রয়োজন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির ব্যবহার আমাদের করতে হবে। যেহেতু সময়টাই প্রযুক্তির। তবে আমাদের মাথায় রাখতে হবে প্রযুক্তির ব্যবহারটা যেন সঠিক হয়।’

তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রে মস্তিষ্কের ব্যবহার জরুরি। হাতের কাছে যা পাই তা-ই শেয়ার করলে চলবে না। যাচাই করতে হবে। হাতের সঙ্গে মাথার ব্যবহার করতে হবে। মুখে যা বলছি তার ক্ষেত্রেও ভেবেচিন্তে বলতে হবে ‘

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের মানবিকতার চর্চা করতে হবে। তবেই আমরা সুন্দর ও সঠিক মানুষ হিসেবে বেড়ে উঠব। সোনার বাংলা গড়তে আমাদের সঠিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।’

তিনি বলেন, ‘যারা ভালো ফলাফল করছে তাদের জন্য যেমন সাফল্য তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও এটি অনেক বড় ব্যাপার। যারা শিক্ষা ক্ষেত্রে এই ধারা অব্যাহত রাখছে তাদের কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রাশেদ খান মেনন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান, সাবেক সচিব ও কলেজ গভর্নিং বডির সভাপতি ভূঁইয়া সফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর সায়রা বেগম ও গভর্নিং বডির সদস্যবৃন্দসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থীসহ কলেজের নবীন ও বর্তমান শিক্ষার্থীরা অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও