নির্বাচনে রাজনৈতিক দলসমূহের প্রত্যাশা ও করণীয় বিষয়ক সংলাপ

নভেম্বর ২২ ২০২৫, ১৭:৫৫

বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন পর্যবেক্ষক ও রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রানবন্ত আলোচনা বিষয়ক বিশেষ সংলাপ শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশনের চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত পর্যবেক্ষক সংগঠনসমূহের জোট “ইলেকশন অবজারভার সোসাইটি (ইওএস)” দেশের সকল নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণে এ বিশেষ সংলাপের আয়োজন করে।

ইওএস’র সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন আমিনের প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, ইলেকশন অবজারভার সোসাইটির আয়োজনে শনিবার বেলা এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রাজধানীর বিজয়নগরের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণির হোটেল ৭১ এর পার্লামেন্ট রুমে গুরুত্বপূর্ণ সংলাপে নিবন্ধিত রাজনৈতিক দলের চেয়ারম্যান, মহাসচিব ও মনোনীত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বিশেষ সংলাপে অংশগ্রহণ শেষে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেন, ইওএস’র আমন্ত্রণে সর্বদলীয় গুরুত্বপূর্ণ বিশেষ সংলাপটি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। বিএমজেপির সহ-সভাপতি আর.কে মন্ডল রবিন বলেন-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ, পর্যবেক্ষক সংস্থা সমূহের ভূমিকা, রাজনৈতিক দলসমূহের প্রত্যাশা ও করণীয় বিষয়ক এ ধরনের ব্যতিক্রর্মী বিশেষ সংলাপ আগে কখনও হয়নি। সর্বদলীয় এবারের এ সংলাপ জাতীয় সংসদ নির্বাচনে একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যতা পাবে বলে শতভাগ বিশ্বাস করছি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও