গৌরনদীতে প্রয়াত বিএনপি নেতার স্মরণসভা
নভেম্বর ২২ ২০২৫, ১৭:৩৫
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশাল জেলা (উত্তর) বিএনপির সদস্য ও গৌরনদী উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি সদ্য প্রয়াত দুলাল চন্দ্র রায় দুলু’র শোক ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার বার্থী শ্রী শ্রী তাঁরা মায়ের মন্দির ট্রাস্ট ও পূজা উদ্যাপন কমিটির আয়োজনে শনিবার দুপুরে মন্দির আঙিনায় ট্রাস্টি বোর্ডের সভাপতি সান্তনু ঘোষের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল (উত্তর) জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ন আহবয়ক কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল হালদার, সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য্য, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির সদস্য ভানু লাল দে, বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ চন্দ্র দে প্রমূখ। শেষে প্রয়াত বিএনপি নেতা দুলাল রায়ের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।









































