দীর্ঘ ৯ মাস পর স্থগিতাদেশ কাটিয়ে জেলা ছাত্রদলের সভাপতি পদে ফিরলেন মিঠু

নভেম্বর ২২ ২০২৫, ২১:৫৪

র্দীঘ ৯ মাস পর বরিশাল জেলা ছাত্রদলের সভাপতির পদ ফিরে পেলেন ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু। চলতি বছরের গত ৮ এপ্রিল বরিশালে বালুমহলের দরপত্র নিয়ে এক সেনা সদস্যকে মারধর ও মালামাল ছিনিয়ে নেয়ার একটি মিথ্যা অভিযোগের কারনে ও জোরজবরদস্তিমূলক ঘটনা ঘটানোর অভিযোগ দলীয় শৃঙ্খলার চরম পরিপন্থী উল্লেখ করে একটি অভিযোগের প্রেক্ষিতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

এবং তার সাংগঠনিক ভাবে সকল পর্যায়ের পদ আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছিলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অশেষে গত ৯ মাস পর শনিবার (২২ নভেম্বর) তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তিনি এখন থেকে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি সহ ছাত্রদলের আগের পদগুলো বহাল থাকবেন। তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২২ নভেম্বর ২০২৫ তারিখ তার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এবং ইঞ্জিনিয়ার মাহফুজুর আলম মিঠু দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহাল থাকবেন। ২২ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও