পদ্মায় বালুবাহী ট্রলারে দুর্বৃত্তের গুলি, হাসপাতালে ৩

ফেব্রুয়ারি ২৫ ২০২৩, ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরের চর নরসিংদী এলাকায় পদ্মা নদীর চরে বালু উত্তোলনের সময় দুর্বৃত্তের গুলিতে বাল্কহেড চালকসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুর ২টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাদত হোসেন জানান, শনিবার দুপুরে আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে থানা পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় আছে। কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও