হঠাৎ রাতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল
ফেব্রুয়ারি ০৯ ২০২৩, ২০:২৪
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চিকিৎসকের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রীকে সাথে নিয়ে তিনি দেশ ছাড়বেন। সেখানে দুজন ভিন্ন ভিন্ন হাসপাতালে চিকিৎসা নেবেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম দুজনই সিঙ্গাপুর যাচ্ছেন।
মহাসচিব চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার এন্ড আন্তর্জাতিক ক্লিনিকে। আর তার স্ত্রী চিকিৎসা নেবেন সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে।
তিনি আরও জানান, আশা করা যাচ্ছে চিকিৎসকের পরামর্শে এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন তারা। তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
আ/ মাহাদী









































