নতুন রাজস্ব ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেব্রুয়ারি ০৫ ২০২৩, ১২:৪৬
অনলাইন ডেস্ক :: রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন ভবন ‘রাজস্ব ভবন’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (০৫ ফেব্রুয়ারি) রাজস্ব ভবনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধন শেষে তিনি নতুন রাজস্ব ভবন ঘুরে দেখেন।
এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবু হেনা রহমাতুল মুনিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিন ব্যাপী রাজস্ব সম্মেলন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এখান থেকে তিনি প্রথমবারের মতো আয়োজিত রাজস্ব সম্মেলনের উদ্বোধন করবেন।
নবনির্মিত রাজস্ব ভবনটি ২০ তলা ফাউন্ডেশনে নির্মিত হলেও এই সময়ে কাজ শেষ করা হয়েছে ১২ তলা পর্যন্ত। ভবনটিতে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ সর্বাধুনিক সব সুবিধা রয়েছে।
নতুন ভবনে রাজস্ব বোর্ডের সব অফিস যাবে। দুটি আপিল ও ট্রাইবুন্যাল, কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), দুটি লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটের অফিসও নুতন রাজস্ব ভবনে যাবে।
আমার বরিশাল/আরএইচ









































