গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু
জানুয়ারি ২৮ ২০২৩, ১২:৫৪
অনলাইন ডেস্ক :: নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবেশমুখে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু হয়েছে। ২৫ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তবে এখনও তার পরিচয় মিলেনি।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, ২২ জানুয়ারি রাত পৌনে নয়টার দিকে নাসিরাবাদ হাউজিং সোসাইটির প্রবেশমুখে অজ্ঞাত ৭ থেকে ৮ জন পথচারী মোবাইল ছিনতাইকারী সন্দেহে ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তায় ওপর ফেলে যায়। রাস্তায় পড়ে থাকতে দেখে মোশাররফ নামে এক ব্যক্তি ওই যুবককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জানুয়ারি দুপুরে তার মৃত্যু হয়।
থানার উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে সংরক্ষণ করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত যুবক ষোলশহর এলাকায় ঘটনার কয়েকদিন আগে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।
আমার বরিশাল/আরএইচ









































