মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

জানুয়ারি ২৮ ২০২৩, ১১:৩২

অনলাইন ডেস্ক :: রাজধানীর দক্ষিণখানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ শুভ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. সেলিমের ছেলে। তিনি দক্ষিণখান এলাকায় থাকতেন।

শুভকে হাসপাতালে নিয়ে আসা তানভীর বলেন, দক্ষিণখান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন শুভ। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও