ছাদ থেকে পড়ে ২ শিশুর মৃত্যু

জানুয়ারি ২৮ ২০২৩, ১০:৩৯

অনলাইন ডেস্ক :: রাজধানীর কামরাঙ্গীরচরে একটি পাঁচতলা ভবনের ছাদে খেলাধুলা করার সময় নিচে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলো— আব্দুর রহিম (৯) ও তার মামাতো বোন লামিয়া (৪)।

শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচর হাসান বাগ সিলেটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

তাদের দুইজনকে গুরুতর আহতাবস্হায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাতে দিকে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। তারা পরিবারের সঙ্গে ওই এলাকার একটি পাঁচতলায় ভবনের থাকতে। মৃত রহিমের বাবার নাম রোমান মিয়া ও মৃত লামিয়ার বাবার নাম রাশেদ মিয়া।

নিহতের বাবা রোমান মিয়া জানান, শুক্রবার সন্ধ্যার দিকে পাঁচ তলা ছাদে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল তারা। ছাদের রেলিং না থাকায় হঠাৎ তারা দুইজনে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনর্চাজ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও