শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শেষ আটে মরক্কো
ডিসেম্বর ০৭ ২০২২, ০০:১৩
AL KHOR, QATAR - NOVEMBER 27: Sergio Busquets of Spain in action during the FIFA World Cup Qatar 2022 Group E match between Spain and Germany at Al Bayt Stadium on November 27, 2022 in Al Khor, Qatar. (Photo by Richard Heathcote/Getty Images)
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টানটান উত্তেজনাপূর্ণ আরও একটি ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। ম্যাচ শেষে টাইব্রেকারে স্পেনকে হারিয়ে শেষ আটে উঠে গেল মরক্কো। মরক্কো ও স্পেন নির্ধারিত সময়ের ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিট খেলেও কোনো পক্ষই গোল করতে পারেনি। ফলে পেনাল্টি শুটআউট নিশ্চিত হয়ে যায়। আর এই পর্বেই জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। টাইব্রেকারে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল আফ্রিকান সিংহরা।
মঙ্গলবার (৬ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতার আল রায়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে স্পেন ১০১৮টা পাস খেলেছে। মরক্কোও প্রায় নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেছে গোটাতিনেক। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই পরীক্ষায় স্পেনকে ৩–০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।
পেনাল্টি শ্যুটআউটেও মরক্কানদের সঙ্গ দিল সে সৌভাগ্যটা। পাবলো সারাবিয়ার শটটা গিয়ে প্রতিহত হয় ক্রসবারে। তবে এর আগে পরে মরক্কানদের দুই শট নিতে আসা আবদেলহামিদ সাবিরি আর হেকিম জিয়েখ ঠিকই বল জড়ান জালে, ২-০ গোলে এগিয়ে যায় মরক্কো। এরপর কার্লোস সোলেরের শট ঠেকিয়ে দেন মরক্কান গোলরক্ষক ইয়াশিন বনো।
এই পর্যায়ে স্পেনকে পরের রাউন্ডে যেতে হলে গোলরক্ষক উনাই সিমনকে ঠেকিয়ে দিতে হতো পরের সবগুলো শট, আর গোল করতে হতো নিজেদের শটগুলোয়। সিমন সেটা করেওছিলেন।
বাদ্র বানুনের শটটা ঠিকঠাক ঠেকিয়ে দিয়েছিলেন। তবে তৃতীয় শট নিতে আসা সার্জিও বুসকেটস নিজের কাজটা সারতে পারেননি। সোলেরের মতো তার শটটাও ঠেকিয়ে দেন বনো। মরক্কোর চতুর্থ শট নিতে আসা আশরাফ হাকিমি লক্ষ্যভেদ করেন ঠিকই। আফ্রিকান দলটির জয় নিশ্চিত হয়ে যায় তখন।
আ/ মাহাদী









































