এখন আরেকটি বিশ্বকাপ শুরু হলো : মেসি
ডিসেম্বর ০১ ২০২২, ১৪:১৫
ম্যাচের পর নিজের ভুলের ব্যাপারে লিওনেল মেসি বলেছেন, ‘পেনাল্টি মিস করায় রাগ ছিল। কিন্তু দল আমার ভুলের পর শক্তভাবেই ফিরে এসেছে। আমরা জানতাম, যখনই প্রথম গোল হবে, তখন খেলা বদলে যাবে। ’
দলের জন্য এখন করণীয় কী? এ নিয়ে মেসি বলেছেন, ‘আমাদের শান্ত থাকতে হবে আর ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন আরেকটি বিশ্বকাপ শুরু হলো, আশা করি আমরা আজকে যেভাবে করেছি চালিয়ে যেতে পারবো। ’
শেষ ষোলোয় আর্জেন্টিনাকে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। শনিবার রাতের ম্যাচটি নিয়ে মেসি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ভীষণ কঠিন হবে। যে কেউ যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। সবকিছুই ইতোমধ্যে দেখা হয়ে গেছে। আমাদের সেরাভাবেই প্রস্তুতি নিতে হবে, যেমনটা আমরা সবসময় নেই। ’









































