বরিশালে আভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ

নভেম্বর ১৬ ২০২৫, ১২:৪৭

বরিশাল ॥ বরিশালের শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। আজ রবিবার সকাল থেকে বরিশালের আভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটের বাস চলাচল বন্ধ রয়েছে।

পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জানিয়েছে ভাংচুরকৃত বাসগুলোর ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে।

বাস চলাচল বন্ধ থাকার চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। কিছু মাহিন্দ্রা ও সিএনজি যাত্রী পরিবহন করলেও দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

হাফ ভাড়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে বিএম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০ থেকে ৩০টি বাস ভাংচুর এবং অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল কয়েক ঘন্টা ব্যাহত হয়। পরে যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে রবিবার সকাল থেকেই এ ঘটনায় প্রায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে গাড়ি চলাচল বন্ধ রাখে পরিবহন মালিক ও শ্রমিকরা। শ্রমিক ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন লিটন বলেন, আমরা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখব। আমাদের যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে।

অর্ধশত শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। একই সাথে পরবর্তীতে যেন এ ঘটনার পুনরাবৃত্তি না হয় তার নিশ্চয়তা দিতে হবে। এরপর গাড়ি চলাচল শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও