ভোলায় অবৈধ বালু উত্তোলনে বাঁধা ॥ এলাকাবাসীর ওপর গুলি!
নভেম্বর ১৫ ২০২৫, ২১:১০
ভোলা প্রতিনিধি ॥ ভোলা সদর উপজেলার কাচিয়া সংলগ্ন মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেয়ায় এলাকাবাসীর ওপর হামলা ও গুলি চালিয়েছে বালু দস্যুরা। এতে ৩ জন গুলিবিদ্ধসহ আহত ৪ জনকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন শাজাহান মীর (৭০), মো. আলী, অপুর্ব পাটোয়ারী ও শফিউর রহমান। গতকাল শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মেঘনার ভবানিপুর চর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে মেঘনার সরকারি বালু মহলের বাইরে ভবানিপুর চর এলাকা থেকে একটি ড্রেজারে বালু উত্তোলন করছিল।
ভাঙনকবলিত এলাকা থেকে অবৈভবাবে বালু উত্তোলনের প্রতিবাদ জানাতে শতাধিক এলাকাবাসী দুটি ট্রলারে করে গিয়ে তাদের বাঁধা দেয় এবং বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনকে জানানো হয়। ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। প্রশাসন ঘটনাস্থলে পৌঁছার আগেই স্পিডবোটে আসা একদল বালুদস্যু তাদের ওপর হামলা ও গুলি চালায়।
এসময় বালু উত্তোলনের ড্রেজারটিও নদীর পূবদিকে সরিয়ে নেয়। তারা গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সাত্তার ও আহত শাজাহান মীর জানান, স্পীডবোটে করে চকেট জামাল ও শাহিনের নেতৃত্বে ও ৬/৭ জন অস্ত্রধারী এসে তাদের ওপর গুলি ছোড়ে। সাত্তারকে ছিনিয়ে নেয়ারও চেষ্টা করা হয়। তবে চকেট জামাল ( জামাল উদ্দিন চকেট) হামলার ও গুলির কথা অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।
সরকারি বালু মহলের বাইরে থেকে কোনো বালু উত্তোলন করা হয় না। তিনি বা তার ভাগ্নে ঘটনার সময় ওই এলাকায় ছিলেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, দুপুরে গুলিবিদ্ধ ৩ জনকে ভর্তি করা হয়েছে। তাদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তারা ঝুঁকিমুক্ত আছেন। সহকারী কমিশনার (ভূমি) এস এম মশিউর রহমান জানান, তারা ঘটনাস্থলে যাওয়ার আগে এলাকাবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। ড্রেজারটি সরিয়ে নেয়া হয়েছে।
আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলে জানান তিনি। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, বালু কাটার প্রতিবাদ করায় এলাকাবাসীর ওপর ছড়রা গুলি করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।









































