বরিশালে রাতজুড়ে পুলিশের মহড়া

নভেম্বর ১১ ২০২৫, ০৩:৩৯

নিজস্ব প্রতিবেদক : বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগামী ১৩ তারিখের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধে পুলিশ বিশেষ মহড়া চালিয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে গভীর রাত পর্যন্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কয়েকটি ইউনিট এ মহড়ায় অংশ নেয়।মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. এমদাদ হোসেনের নেতৃত্বে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তামূলক কৌশলগত মহড়া পরিচালনা করেন।

মহড়ার অংশ হিসেবে সদর রোড, রুপাতলী, সিএন্ডবি রোড, বাজার এলাকা, প্রধান সড়কসংলগ্ন পয়েন্ট ও জনসমাগমস্থলগুলোতে গাড়িবহর, মোটরসাইকেল টহল এবং ফোর্স মুভমেন্ট পরিচালিত হয়। এতে অংশ নেয় বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপতৎপরতা, নৈরাজ্য বা সহিংসতার চেষ্টা না ঘটে, সে জন্য এই পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছে। নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি বজায় রাখা হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বলেন, “যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে। শহরে নাশকতা বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আগামী ১৩ তারিখের ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে নগরজুড়ে টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও