মাদক, অস্ত্র ও বিপুল নগদ টাকা সহ সেই মাদক সম্রাজ্ঞী ‘শিল্পি’ গ্রেফতার

নভেম্বর ০৮ ২০২৫, ২০:২৯

Oplus_16908288

সেই বহু আলোচিত সেই মাদক সম্রাজ্ঞী বরিশাল নগরীর পলাশপুর এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে ‘অঘোষিত প্রভাবশালী’ হয়ে ওঠা এই চক্রের নারী সদস্য শিল্পীকে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ২০ লক্ষ টাকা সহ তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়ছেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মান্না সুমন বাসা থেকে কৌশলে পালিয়ে যায়।

শনিবার (৮ নভেস্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার অফির্সার ইনর্চাজ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন ৭ নভেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ একটি বিশেষ টিম র্দীঘ সময় তার বাসায় অভিযান চালায়।

ওসি আরো জানান, আটকৃত নারী হলেন মোহাম্মদপুর এলাকার মান্না সুমনের দ্বিতীয় স্ত্রী শিল্পি বেগম।

তিনি জানান, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার একটি দল মোহাম্মদপুর এলাকায় আলোচিত মাদক ব্যবসায়ী দম্পতি মান্না সুমন ও শিল্পির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ১০২ পিচ ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৩০০ দেশীয় মদ, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানের সময় মান্না সুমন পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রী শিল্পি বেগমকে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির বিপুল পরিমানে নগদ অর্থ জব্দ করা হয়েছে।

আটকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানায়, এই দম্পতি মাদক ব্যবসার নিরাপত্তায় আস্তানা হিসেবে মোহাম্মাদপুর এলাকাটি বেছে নিয়েছে। শুধু তাই এলাকায় বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা পর্যন্ত স্থাপন করেছিল। ব্যবসা নিয়ন্ত্রন করার জন্য।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পলাশপুরের মোহাম্মাদপুরে এই মাদক অভিযানকে পুলিশের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন।

বরিশাল
০৮-১১-২০২৫

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও