আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ- যুগ্ম মহাসচিব হূমায়ুন

নভেম্বর ০৮ ২০২৫, ০২:৪৮

বরিশাল ॥ বিএনপি’র যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক যোগাযোগ উপদেষ্টা হূমায়ুন কবির বলেছেন, “আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। বাংলাদেশ গুণ্ডাতন্ত্রের হাত থেকে মুক্তি পাবে।

আগামীর বাংলাদেশ হবে ধানের শীষের বাংলাদেশ, ইনশাআল্লাহ।” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বরিশালের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ শহীদুল্লাহ ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খান মুকুল।

প্রধান অতিথির বক্ততায় হূমায়ুন কবির আরও বলেন, “আমার সৌভাগ্য হয়েছে স্বৈরাচার হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকালে আপনারা নেতা বরিশাল-১ আসনের ধানের শীষ প্রার্থী জহির উদ্দিন স্বপনের সাথে কাজ করার। উনি একজন ভালো মানুষ। আপনারা জহির উদ্দিন স্বপনকে ধানের শীষে ভোট দিয়ে ওনাকে এমপি হিসেবে উপহার দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান আপনাদেরকে মন্ত্রী হিসেবে উপহার দেবেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও