বরিশালে ট্রাকের সঙ্গে সংঘর্ষে থ্রি-হুইলারের যাত্রী নিহত

অক্টোবর ৩১ ২০২৫, ১২:৪৯

নিজস্ব প্রতিবেদক; বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে থ্রি-হুইলারের যাত্রী আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে মহাসড়কের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের কাফিলা রামনগর গ্রামের বাসিন্দা ও ইউনুস হাওলাদারের ছেলে।

মহাসড়ক পুলিশের লেবুখালী ক্যাম্প ইনচার্জ সাইদুল ইসলাম জানান, বরিশাল থেকে যাত্রীবাহী থ্রি-হুইলার বাকেরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। পথে খেজুরতলা এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ গাড়ির পেছনে থ্রি-হুইলার আঘাতপ্রাপ্ত হয়। এতে আব্দুর রহমান ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত থ্রি-হুইলার ও মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি। মরদেহ ও থ্রি-হুইলার উদ্ধার করা হয়েছে এবং অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও