দোলে কোলে বাবু দোলে, মা বলে তার চাঁদ দোলে।
চাঁদের আলো ভালোবাসি, আহা কি সুন্দর নিরব হাসি!
চাঁদ মামা চাঁদ মামা, কাছে এসো উঠানে বসো।
আঙ্গিনা রাঙাও।
দেখবে সবাই চাঁদ মামা, লেটোরা তাই হৈ-হুল্লো।
দলে দলে লেটোরা কোলাহলময় আঙ্গিনা।
আসবে মামা উঠানে, বাবুরা হাজির কোলে কোলে।
সবার নজর চাঁদের পথে, সময় গেল পেড়িয়ে। মামাকেতো দেখিনে?
খিলখিলিয়ে হাসিয়ে, সবাই হাতে তালি মাখিয়ে।
হাসতে হাস্তে হরান, গেলো বুঝি পরাণ।
আঁখি ভারি নিদ্রায়, চলছে সবাই বিছানায়।
কবি: মোঃ শাহাবুদ্দিন মৃধা শানু।
মোবাইল: ০১৭৮১ ২৯৮১২২, ০১৯২৮৫০২৭৭১