আজ ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি
অক্টোবর ২৭ ২০২৫, ০৩:১১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (২৭ অক্টোবর) ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াও শেষ করা হবে।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। কয়েকটি সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও করা হয়েছে। আগামীকাল সকালে ব্রিফ করে তা প্রকাশ করা হবে।’
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে তিনি বলেন, ‘মাঠ পর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য আসছে, সেগুলো পর্যালোচনা চলছে। এই সপ্তাহের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করা হবে। আমাদেরও তো একটা দায় আছে, তাই দ্রুত কাজ শেষ করতে চাই।’
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “প্রতীকের বিষয়টি আমরা পরে জানাব।”
ইসি ঘোষিত নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “সব কিছু ১০০ শতাংশ সময়মতো করা সম্ভব হয় না। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট রাখতে হয়। কিছু কাজ আমরা আগেই শেষ করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হচ্ছে। তবে এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।”
গত শনিবার রাতে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে কিনা—এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, “ঘটনার পর পুলিশ একজনকে আটক করেছে। বিস্ফোরণটি ভবনের বাইরে ঘটেছে। ইসির পক্ষ থেকে মামলা করার প্রয়োজন হলে করা হবে।”
ব্রিফিংয়ের শুরুতে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব জানান, “তারা মূলত নির্বাচনী প্রস্তুতি, প্রবাসী ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহার এবং নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে জানতে চেয়েছেন। আমরা আমাদের প্রস্তুতি সম্পর্কে তাদের অবহিত করেছি।”









































