১২ বছর ধরে শেকলবন্দি যুবক

অক্টোবর ২৪ ২০২৫, ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক ॥  প্রেমিকার বিয়েতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা যুবক মামুন গত এক যুগ ধরে শেকলে বন্দি অবস্থায় জীবন পার করছেন। ৩৫ বছর বয়সী মামুন বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোসলেম ব্যাপারীর ছেলে। পরিবারের অর্থের অভাবে বন্ধ রয়েছে তার চিকিৎসা।

তার পরিবার জানিয়েছে, মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় সহপাঠীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন মামুন। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তিনি। মানসিক ভারসাম্য হারিয়ে বেশ কয়েক বছর একাকী ছিলেন। এরপর বিভিন্ন দিকে চলে যেতেন।

একবার হারিয়ে যাওয়ার পর ফিরে পেয়ে শেকল দিয়ে আটকে রাখা হয়। মামুনের মা সোনা বানু বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর ৮ বছরের মতো ঘুরেফিরে কাটিয়েছেন মামুন। তবে একবার হারিয়ে গেলে বাগেরহাট থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। এরপর প্রায় ১২ বছর ধরে শেকলবন্দি জীবন মামুনের।

এখন তো অর্থ সংকটে চিকিৎসা বন্ধ হয়ে মৃত্যুর প্রহর গুণছে। আমি সন্তানের সুস্থতার জন্য সবার কাছে চিকিৎসা সহায়তা চাই। মামুনের বাবা মোসলেম ব্যাপারী বলেন, স্বাভাবিক থাকলে মামুনকে আটকে রাখার প্রয়োজন হতো না।

শেকল খুলে দিলে কোথাও চলে যেতে পারে, আবার আমাদের ওপর হামলাও করতে পারে। সন্তানের এমন কষ্ট আর দেখতে ভালো লাগে না। আমরা চাই মামুন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও