আড়িয়াল খাঁ নদীতে অবাধে ইলিশ শিকার

অক্টোবর ১৮ ২০২৫, ০২:০২

বরিশাল ॥ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে অবাধে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। শিকারের পর সেই মাছ নদীর তীরবর্তী বিভিন্নস্থানে বিক্রি করা হচ্ছে।

উপজেলা মৎস্য বিভাগের অভিযানের মধ্যেই অসাধু জেলেরা কৌশলে নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে। তবে স্থানীয় সচেতন বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা মৎস্য দপ্তরের ঢিলেঢালা অভিযানের কারনে প্রকাশ্যেই ইলিশ শিকার করছে জেলেরা। সেক্ষেত্রে নাম সর্বস্ব অভিযান দিলেও সুফল মিলছে না।

উপজেলার মিয়ারচর এলাকার নদী তীরবর্তী অসংখ্য বাসিন্দারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রথম দুইদিন নদীতে জাল নিয়ে নামেননি জেলেরা। ওই দুইদিন তারা পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় জাল নিয়ে নদীতে নেমে প্রকাশ্যেই তারা ইলিশ শিকার করছেন। তারা আরও জানিয়েছেন, দিনের বেলায় কম সংখ্যক জেলে নদীতে মাছ শিকারে নামলেও রাতে জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পরে। যে কারনে তাদেরকে ধরতে পারছেনা প্রশাসন।

এ ব্যাপারে গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই প্রত্যেকদিন তাদের অভিযান চলছে। তারপরেও কোন জেলে নদীতে মাছ শিকারে নামলে আর অভিযানিক দলের হাতে আটক হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও