ভোলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন
অক্টোবর ১২ ২০২৫, ২১:৫১
দ্বীপজেলায় ভোলায় বিগত পতিত সরকারের স্বৈরাচারের দোসরের নামে নামকরণ করা ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। রোববার শিক্ষার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়।
পরিবর্তিত নামকরণের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি, তজুমদ্দিন উপজেলায় ১টি, লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।
ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাংলা বাজার ডিগ্রি কলেজ নামে নামকরণ করা হয়। এছাড়া চরফ্যাশনের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত নাম যথাক্রমে— দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নামকরণ করা হয়—দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের পরিবর্তিত নাম—চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের পরিবর্তিত নাম—দুলারহাট মডেল কলেজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের পরিবর্তিত নাম—ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজের পরিবর্তিত নাম—ভোলা টিচার্স ট্রেনিং কলেজ।
লালমোহন উপজেলার পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো— নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়, যার নতুন নাম হলো—বদরপুর মহাবিদ্যালয়, হাজী মো. নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম—লালমোহন ডিগ্রি কলেজ।
তজুমদ্দিন ও মনপুরা উপজেলার ২টি প্রতিষ্ঠানের নামও পরিবর্তন করা হয়েছে— তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নতুন নাম—তজুমদ্দিন মহিলা কলেজ, সাকুচিয়া আবুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নতুন নাম—সাকুচিয়া মহাবিদ্যালয়।
পরিবর্তিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানকালীন সময়ে একটি পরিবারকেন্দ্রিক হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
তারা বলেন, একটি প্রতিষ্ঠানের নাম প্রথিতযশা শিক্ষাবিদ অথবা কবি সাহিত্যিকের নামে নামকরণ করা হয়নি।
১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করবে এবি পার্টি
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১২, ২০২৫, ০৮:০৬ পিএম
googlenews
১০০ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করবে এবি পার্টি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তালিকা প্রকাশ করা হবে। একই দিন রাজধানীর তোপখানা রোডের ফারইস্ট টাওয়ার মিলনায়তনে মনোনীত প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে।
দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্টির দুজন ভাইস চেয়ারম্যান ও একজন যুগ্ম সাধারণ সম্পাদক নেতৃত্বে যে প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়েছিল, তারা দীর্ঘ কার্যক্রম শেষে একটি প্রাথমিক প্রতিবেদন দাখিল করেছেন। দলের কার্যনির্বাহী কাউন্সিলের সাম্প্রতিক এক সভায় সেই প্রতিবেদন মূল্যায়নের পর প্রথম পর্যায়ে ১০০টি আসনে দলের প্রাথমিক মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।
মাসখানেক আগে দলের আগ্রহী প্রার্থীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে সর্বোচ্চ সংখ্যক আসনে প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। তার ধারাবাহিকতায় প্রাথমিক এই তালিকা ঘোষণা করা হচ্ছে।
দ্বিতীয় পর্যায়ে যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে পরবর্তী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়েছে, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ দলের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ এবং আগামী ১৬ অক্টোবরের সভা সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।









































