ভোলায় নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু

সেপ্টেম্বর ২৪ ২০২৫, ১৩:৫৪

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় নামাজরত অবস্থায় জহিরুল হক (৬০) নামের এক তাবলিগ জামাতের মুসল্লীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়কালে তার মৃত্যু হয়।

মৃত জহিরুল হক রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানাবাড়ি এলাকার বাসিন্দা।

তাবলিগ জামাতে থাকা মৃত জহিরুল হকের চাচাতো ভাই মো. রমজান আলী জানান, মঙ্গলবার আসরের নামাজের পর কিছুটা অসুস্থতা বোধ করেন জহিরুল হক। এরপর একজন সাথী ভাইয়ের সঙ্গে করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে যান তিনি। পরে সেখান থেকে এসে সন্ধ্যায় মাগরিবের নামাজে অংশ নেন। নামাজরত অবস্থায় রুকুতে গেলে হঠাৎ লুটিয়ে পড়েন তিনি। এরপর স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে জহিরুল হককে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গেল ২৯ আগস্ট রংপুর থেকে তিনি ও তার চাচাতো ভাই জহিরুল হকসহ ১২ জন তাবলিগ জামায়েতের সাথী নিয়ে ভোলায় আসেন। বর্তমানে তারা লালমোহনের দালাল বাজার জামে মসজিদে অবস্থানকালে এ ঘটনা ঘটে।

এখানে তার প্রথম জানাজা শেষে রাতেই মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে, জানিয়েছেন তাবলিগ জামায়েতের নেতৃত্ব দেওয়া আমির।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও